শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্প নির্বাচন করতে পারবেন কিনা, সিদ্ধান্ত দেবেন সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

ট্রাম্প নির্বাচন করতে পারবেন কিনা, সিদ্ধান্ত দেবেন সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটল হিলে হামলার ৩ বছর পূর্ণ হয়েছে। তিন বছর পূর্ণ হওয়ার ঠিক আগে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকেরা জানিয়েছেন, তারা ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে অংশগ্রহণ করার ভাগ্য নির্ধারণ করবেন। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট বিষয়টি জানিয়েছেন। শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলায় উস্কানি দেওয়ার দায়ে ট্রাম্পকে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচন থেকে নিষিদ্ধ করেন সর্বোচ্চ আদালত। এ দিন সুপ্রিম কোর্টে ৪-৩ ভোটে ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দেন জুরি বোর্ড। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট প্রার্থী যিনি হোয়াইট হাউসের দৌড়ে অযোগ্য বলে বিবেচিত হন।

মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর ৩ নম্বর ধারা ব্যবহার করে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, অভ্যুত্থান বা বিদ্রোহে জড়িত কেউ যুক্তরাষ্ট্রের সরকারি দফতরে বসতে পারবে না। আদালতের এমন রায়ের পর মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ঘোষণা দেন ট্রাম্প।

এরপর ২৯ ডিসেম্বর একই অভিযোগে যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয়। এখানেও মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিদ্রোহ সংক্রান্ত ধারা ব্যবহার করা হয়।

সংবাদমাধ্যম বিবিসের খবরে বলা হয়, রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকরা কলোরাডো আদালতের রায়ের বিরুদ্ধে ট্রাম্পের আবেদন আমলে নিয়েছেন। তার আবেদনের ওপর আগামী ফেব্রুয়ারি মাসে শুনানি হবে। একটি মামলার ওপর শুনানি হলেও তা সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলা করেছিল ট্রাম্প সমর্থকরা। তখন কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। এ হামলায় সমর্থকদের উস্কানি দেওয়ায় ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকে। এ জন্য ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি রাজ্যে মামলা দায়ের করা হয়েছে। তবে ট্রাম্পের আইনজীবীদের দাবি, সংবিধানের চতুর্দশ সংশোধনীর ৩ নম্বর ধারা মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১০ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(230 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]