শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একটানা ২২৭ ঘণ্টা ধরে রান্না করে রেকর্ড ঘানার রাধুনীর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

একটানা ২২৭ ঘণ্টা ধরে রান্না করে রেকর্ড ঘানার রাধুনীর

একটানা ২২৭ ঘণ্টা ধরে রান্না করার রেকর্ড গড়েছেন ঘানার এক নারী। পশ্চিম আফ্রিকার এই দেশটির ওই রাধুনীর নাম ফাইলাতু আব্দুল-রাজাক। দুই শতাধিক ঘণ্টা ধরে বিরতিহীন রান্না করে তিনি বিশ্ব রেকর্ড ভেঙেছেন বলে মনে করা হচ্ছে। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজের দেশের পতাকায় মোড়ানো আবদুল-রজক বুধবার উপস্থিত মানুষের অভিবাদন জানান।

এর মাধ্যমে তিনি কুক-এ-থনের (রান্নার ম্যারাথন) একটি আবেগঘন সমাপ্তি করেন। রান্নার ম্যারাথনের আগে তিনি এটিকে ‘জাতীয় অ্যাসাইনমেন্ট’ বলে অভিহিত করে বলেছিলেন, তিনি ঘানার জন্য এটি করছেন।

এদিন তামালে শহরে হোটেলের রান্নাঘর থেকে আবদুল-রজক বেরিয়ে আসার সময় মানুষ উল্লাস করে। তাঁর দল বলছে, তিনি যে রেকর্ডটি ভেঙেছেন, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে প্রমাণ পাঠানো হবে।

এদিকে রেকর্ডটির বর্তমানে আইরিশম্যান অ্যালান ফিশারের দখলে রয়েছে। তিনি ১১৯ ঘণ্টা ৫৭ মিনিট ধরে রান্না করেছিলেন।

আবদুল-রজক বলেছিলেন, তিনি নিশ্চিত করতে চান, তাঁর পর কেউ রেকর্ড ভাঙার চেষ্টা করলে সেটা খুব ‘কঠিন’ মনে হবে।

বিবিসি বলেছে, ঘানার ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়াসহ রাজনীতিবিদরা, অসংখ্য সেলিব্রিটি এবং এমনকি ঘানার সামরিক বাহিনী কুক-এ-থনের আয়োজনজুড়ে এই শেফের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে।

ডিসেম্বরে ঘানার গণমাধ্যম ব্যক্তিত্ব আফুয়া আসান্তেওয়া একটি পাঁচ দিনের গানের ম্যারাথন সম্পন্ন করেন, যার মধ্যে ক্রিসমাস ডে অন্তর্ভুক্ত ছিল। তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করবেন বলে আশা করছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(230 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]