শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নামাজরত অবস্থায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

নামাজরত অবস্থায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম নামে এক বৃদ্ধাকে নামাজরত অবস্থায় পিটিয়ে হত্যা করেছে ভাতিজা ও নাতিরা।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। এর আগে, সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের বড়ভাটরা গ্রামে মারধরের ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম ওই গ্রামের মৃত হাসমত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৮ জানুয়ারি) দুপুরে বৃদ্ধা ফাতেমার ছেলের বউ রেশমার সঙ্গে ভাতিজা নজরুল ইসলামের পুত্রবধূ মীমের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ফাতেমার ভাতিজা নজরুল ইসলাম, নজরুলের ছেলে আরিফ, আরেক ভাতিজা আলমাছ আলী ও আলমাছ আলীর দুই ছেলে বাদশা ও ইমন মিলে লাঠিসোঁটা নিয়ে হামলা ও মারধর শুরু করেন। তারা নিহতের দুই পুত্রবধূ রেশমা ও মেহেরজানকে মারধর করার পর ঘরের ভেতরে গিয়ে নামজরত অবস্থায় থাকা বৃদ্ধা ফাতেমাকে মারধর করেন।

এতে গুরুতর অবস্থায় বৃদ্ধা ফাতেমাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর কিছুটা সুস্থ হলে বুধবার তাকে বাড়িতে আনা হয়। শুক্রবার সকালে তিনি আবারো অসুস্থ হলে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]