মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লোভ সংযত করে লাভের পরিমাণ কমান: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

লোভ সংযত করে লাভের পরিমাণ কমান: খাদ্যমন্ত্রী

দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, লোভ সংযত করে লাভের পরিমাণ কমান। মানুষের সেবা করাসহ সৃষ্টির মধ্যে আনন্দ রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা সভায় এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নির্বাচনী ইস্তেহারে মূল প্রত্যাশা ছিল দ্রব্যমূল্য সহনশীল রেখে জনগণকে স্বস্তি দেওয়া। ব্যবসায়ীদের সব সিন্ডিকেট ভেঙে দিয়ে সরকার এরই মধ্যেই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। কোন মহল যেন সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনদূর্ভোগ বাড়তে না পারে, সে ব্যাপারে শক্ত পদক্ষেপ নেয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলায় আওয়ামী লীগের মনোনীত তিন এমপিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক কমিটি’র আহবায়ক ডাক্তার মো. আশেক হোসেন।

অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের এমপি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ আসনের এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং নওগাঁ-৫ আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলকে সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি শহীদুজ্জামান সরকার এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]