বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

কাজী স্বাধীন:   |   সোমবার, ১৮ মার্চ ২০২৪ | প্রিন্ট

নওগাঁয় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী  ও জাতীয় শিশু দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ৯ টায় সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্টবক দিয়ে দিনে কর্মসূচি শুরু হয়।
প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো: গোলাম মাওলা.। পরে পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশা পাশি বিভিনন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক সংস্কৃতি সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা প্রশাসকের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: গোলাম মাওলা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, পিপিএম সহ অন্যান্যরা বক্তব রাখেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অপর দিকে দিবসটি উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামীলীগ দলিয় কার্যালয়ে জাতীয় ও দলিয় পতাকা উওোলন করা হয়।
বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মালেক,সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেক সহ আওয়ামী লীগের অঙ্গসংখ্যা নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]