বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় একদিনে আরো ৭২ ফিলিস্তিনি নিহত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মার্চ ২০২৪ | প্রিন্ট

গাজায় একদিনে আরো ৭২ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় একদিনে আরো ৭২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছেন ১১৪ জন। গাজার ঘন জনবসতি এলাকাগুলোতে বিমান ছাড়াও স্থল আক্রমণ করেছে ইসরায়েল বাহিনী।

এদিকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি নতুন প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। রাশিয়া এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা একটি পূর্ববর্তী পাঠ্য ভেটো করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেইর এল-বালাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। আতঙ্কিত শিশুসহ বিপুল সংখ্যক আহত ব্যক্তি আল-আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছে। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া দক্ষিণ গাজার রাফাহ শহরে হামলা চালিয়ে পাঁচ শিশুসহ অনেক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালাচ্ছে। তাদের হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ১৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৪ হাজার ৪১২ জন।

অন্যদিকে ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩৯ জন। এছাড়া কয়েক ডজনকে বন্দি করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(229 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]