জবি প্রতিনিধি : | বুধবার, ০৫ জুন ২০২৪ | প্রিন্ট
আজ ৫ জুন (বুধবার) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদি সংগঠন তরু’র উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তরু’র পরিবেশবাদি সদস্যদের উপস্থিতিতে নানা কর্মসূচি আয়োজিত হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেখানে র্যালি কুইজ ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
এ সময় তরুর জবি শাখার সাবেক সাধারণ সম্পাদক যুবায়ের ইবনে জহির উপস্থিতি ছিলেন। তিনি বলেন, “বিশ্বের জলবায়ু পরিবর্তন হচ্ছে। পরিবর্তিত জলবায়ুর জন্য আমরা সকলেই দায়ী। এই পরিবর্তিত জলবায়ু আমাদের পৃথিবীর জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে। ইতোমধ্যে আমরা এর জন্য অবর্ননীয় কষ্ট ভোগ করছি। আমরা এখনই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক হয়ে কাজ না করলে এই পৃথিবী হুমকির মুখে পড়বে। শুধু কিছু গাছ লাগিয়েই পরিবেশের পরিবর্তন সম্ভব নয়, পৃথিবীর শিল্পকারখানা কেন্দ্রিক কার্যক্রম পরিবেশমূখি না হলে এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই নেই। এর জন্য আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলতে হবে।।
কুইজে অংশ নেয়া নৃবিজ্ঞান বিভাগের ১৮ তম আবর্তনের শিক্ষার্থী আশিকুর রহমান রাতুল বলেন, এমন আয়োজন আমাদের সকলের জন্য খুবই দরকারী। এতে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় সেই সাথে কুইজ প্রতিযোগিতায় অংশ নিলে জ্ঞান বৃদ্ধি পায়। আমার কুইজে অংশ গ্রহণ করে খুব ভালো লাগছে।
Posted ৩:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪
ajkerograbani.com | Salah Uddin