নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৩ জুলাই ২০২৪ | প্রিন্ট
ফুবটল জ্বরে কাঁপছে বিশ্ব। কারণ একই সময়ে চলছে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াই। যদিও দুই টুর্নামেন্টই শেষের পথে। আগামী ১৫ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দুই মহাদেশীয় টুর্নামেন্টের।
এই দুই টুর্নামেন্টের জয়ী দল মুখোমুখি হবে ফিনালাসিমাতে। এই লড়াইয়ে অংশ নিতে হলে কোপা কিংবা ইউরোর চ্যাম্পিয়ন হতে হবে। তাই স্পেনের লামিনে ইয়ামালের চাওয়া, কোপাতে যেন আর্জেন্টিনায় চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে ইউরোতে তার দল শিরোপা জিতলে দুদলের দেখা হবে ফিনালাসিমাতে।
যদিও দুই দলের কেউই এখনও চ্যাম্পিয়ন হয় নি। আর ১৫ জুলাই শিরোপা মঞ্চে শেষ হাসিটা হাসতে পারবে কি না তারা, সেটিও অনিশ্চিত। তবু আদর্শ মানা লিওনেল মেসির বিপক্ষে ম্যাচ খেলতে মুখিয়ে আছেন স্প্যানিশ তরুণ তুর্কি ইয়ামাল।
সম্প্রতি কাতালান এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা (স্পেন) ইউরো। তাহলে আমি তার বিপক্ষে ফাইনালিসিমাতে খেলতে পারবো।’
প্রসঙ্গত, আগামী ১৫ জুলাই ইউরোর ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। অন্যদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে কোপায় শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা-কলম্বিয়া।
Posted ৭:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জুলাই ২০২৪
ajkerograbani.com | Salah Uddin