নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হতদরিদ্রদের জন্য সরকারি ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) এর ৭৪ বস্তা চাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার সদরের ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের হাজী মদরিস আলী মার্কেটের ধান চাল ব্যবসায়ী সনজব আলীর গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের চান্দের মহল্লার টমটম চালক মোসাহিদ মিয়া ও ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের সাগর দিঘির পাড়ের বাসিন্দা আবজাল মিয়া।
শুক্রবার (১ নভেম্বর) সকালে বানিয়াচং থানার ওসি কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার খলিল মিয়ার নেতৃত্বে থানা পুলিশসহ উপজেলা সদরের ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের হাজী মদরিস আলী মার্কেটের ধান চাল ব্যবসায়ী সনজব আলীর গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৪ বস্তা হতদরিদ্রদের জন্য কার্ডের (ভিডাব্লিউবি) সরকারি চাল উদ্ধার করা হয়। এ সময় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বানিয়াচং থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Posted ৬:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪
ajkerograbani.com | Salah Uddin