শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দুই শ্রমিককে বেঁধে মারধর, ক্ষত স্থানে ছিটানো হয় লবণ-মরিচের গুঁড়া

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

দুই শ্রমিককে বেঁধে মারধর, ক্ষত স্থানে ছিটানো হয় লবণ-মরিচের গুঁড়া

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চুরির অভিযোগে দুই শ্রমিককে গাছে বেঁধে নির্যাতনের পর চোখ, মুখে, শরীরে লবণ ও মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অটোচালক ফাইজুদ্দিন ও তার স্ত্রী লিমার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়। এর আগে, মঙ্গলবার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শ্রমিক আলমগীর হোসেন (২৪) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আছিম উদ্দিনের ছেলে। অন্যজন মাইনুদ্দিন সোহেল (২৬) ফেনীর সোনাগাজী উপজেলার ভাতাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তারা স্থানীয় সাইটালিয়া বাজার এলাকার ইরেক্টস্ পুলস অ্যান্ড স্ট্রাকচারস্ লিমিটেড কারখানায় চাকরি করেন।

অভিযুক্তরা হলেন- আবদার গ্রামের ইউছুব আলীর ছেলে ফাইজ উদ্দিন ও তার স্ত্রী লিমা আক্তার। তাদের দুই মেয়ে টুম্পা ও প্রমি।

নির্যাতনের শিকার দুই শ্রমিকের স্বজনরা জানান, গত শুক্রবার (২৫ অক্টোবর) দুর্বৃত্তরা ফাইজুদ্দিনের অটোচালককে নেশা জাতীয় খাবার খাইয়ে অটোরিকশা ছিনিয়ে নেয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) নাইট ডিউটি শেষে সকাল ৬টায় কারখানা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ফাইজুদ্দিন ও তার সহযোগীরা আলমগীর ও সোহেলকে আটক করে। প্রথমে তাদের বেঁধে একটি অটোরিকশায় উঠিয়ে পাশের কাওরাইদ ইউনিয়নের বলদী ঘাটের দিকে নিয়ে যায় তারা। সেখানে লোকজনকে বলে­অটোরিকশা চোর ধরছি। সেখানে একটি জঙ্গলে বেঁধে তাদের দুই ঘণ্টা নির্যাতন করে।

পরে আবদার গ্রামে ফাইজুদ্দিনের বাড়ির কাছে নিয়ে এসে দুই শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে রড, রোল, বাঁশ, কাঠ দিয়ে পিটিয়ে ক্ষতস্থানে লবণ এবং মরিচের গুঁড়া লাগিয়ে দেয়। এদিন বিকেল ৩টা পর্যন্ত থেমে থেমে তাদের নির্যাতন করে ফাইজুদ্দিন, তার স্ত্রী লিমা আক্তার, তাদের দুই মেয়ে টুম্পা ও প্রমি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে ফাইজুদ্দিনের স্ত্রী লিমা ওই দুই শ্রমিকের চোখে-মুখে সাদা কাগজে মরিচের গুঁড়া ও লবণ নিয়ে ছিটিয়ে দিচ্ছেন। এলাকাবাসী অভিযুক্তদের শাস্তি দাবি জানান।

অভিযুক্ত ফাইজুদ্দিন বলেন, শুক্রবার কারখানা শ্রমিক আলমগীর ও সোহেল আমার অটোরিকশা ভাড়া নিয়ে শ্রীপুরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে। পরে চালককে নেশা জাতীয় খাবার খাইয়ে তার কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। চালক নিজে অটোরিকশা খোঁজার সময় দুই শ্রমিককে চিহ্নিত করে। পরে তাদের ধরে চুরির শাস্তি দেওয়া হয়।

ফাইজুদ্দিনের স্ত্রী লিমা আক্তার বলেন, বর্তমান সময়ে চোরকে ধরলে গণপিটুনি দেয়। আমরা তো তাদের মেরে ফেলিনি। চুরির শাস্তি হিসেবে পিটিয়েছি।

নির্যাতনের শিকার শ্রমিক আলমগীর হোসেন বলেন, নাইট ডিউটি করে সকাল ৬টায় কারখানা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ফাইজুদ্দিন ও তার সহযোগীরা আমাকে আটক করে গাছের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে সারাদিন মারধর করেছে। আমি অটোরিকশা চুরি করি নাই এবং এ বিষয়ে কিছুই জানি না বলার পরও তারা আমার কথা না শুনে নির্যাতন করেছে।

নির্যাতনের শিকার অপর শ্রমিক মাইনুদ্দিন সোহেল বলেন, সন্দেহ করে আমাদের গাছের সঙ্গে বেঁধে এভাবে পিটিয়েছে। চুরির বিষয়ে আমি কিছুই জানি না। পেটানোর পর তারা আমার ভাইয়ের কাছ থেকে ৩০ হাজার টাকাও নিয়েছে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। নির্যাতনের শিকার দুই শ্রমিকের সঙ্গে কথা বলে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]