নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সংখ্যালঘু ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ৮ দফা দাবি বাস্তবায়ন ও কেন্দ্রীয় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং ইসকনের সাংগঠনিক সম্পাদক শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ হিন্দু নেতাদের নামে রাষ্ট্রদ্রোহীতার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন সংখ্যালঘু ছাত্র-জনতা ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক হৃদয় রায়। এতে ৪৫-৫০ জন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের কাছে দাবি, দ্রুততম সময়ের মধ্য আমাদের ৮ দফা দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং যে মিথ্যা মামলা করা হয়ছে, তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি আমাদের দাবি না মানা হয় এবং মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে আমাদের কার্যক্রম চলমান থাকবে।
Posted ৬:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪
ajkerograbani.com | Salah Uddin