নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা বা কালীপূজা। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই পূজা হয়ে থাকে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জয়পুরহাটে কালীপূজার কার্যক্রম শুরু হয়। শুক্রবার (১ নভেম্বর) শেষ হবে এ কালীপূজা।
জানা যায়, জয়পুরহাট জেলা শহরের সবুজ নগর এলাকায় পদ্মা দুর্গা মন্দির, কাশিয়াবাড়ী এলাকায় কাশিয়াবাড়ী মন্দির, চিনিকল এলাকায় অবস্থিত পালপাড়া মন্দির, কেন্দ্রীয় বারোয়ারী মন্দির, খঞ্জনপুর কুঠিবাড়ি ব্রিজ সংলগ্ন বুড়িতলা মন্দিরসহ পাঁচবিবি, ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের কালীপূজা উদযাপন করে। এ ছাড়া কাশিয়াবাড়ী মন্দির এবং খঞ্জনপুর কুঠিবাড়ি ব্রিজ সংলগ্ন বুড়িতলা মন্দিরে দুই দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।
Posted ৬:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪
ajkerograbani.com | Salah Uddin