শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদলের কমিটিতে থাকতে চান না কানেতা

নিজস্ব প্রতিবেদক:   |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

ছাত্রদলের কমিটিতে থাকতে চান না কানেতা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটিতে ছাত্রীবিষয়ক পদে নাম আসা ঢাবির সাবেক শিক্ষার্থী কানেতা ইয়া লাম লাম এখন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেছেন। শুধু ছাত্রদল নয়, ঢাবির কোনো সংগঠনের সঙ্গেই তার সম্পৃক্ততা নেই। তাই এখন আর নতুন কমিটিতে থাকতে চাইছেন না।

রোববার (১১ সেপ্টেম্বর) ঢাবি শাখা ছাত্রদলের নতুন কমিটিতে নাম আসার এক দিন পর সোমবার নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানান তিনি।

সেখানে কানেতা ইয়া লাম লাম লেখেন: ‘যারা ইনবক্সে নানা মাধ্যমে আমাকে খুদে বার্তা পাঠাচ্ছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রত্ব নেই। আমি আরও আড়াই বছর আগে ঢাবিতে পড়াশোনার পাট চুকিয়েছি। এরপর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছর দেড়েক শিক্ষকতাও করেছি। ঢাবির কোনো সংগঠনের সঙ্গে আমি বর্তমানে যুক্ত নই। ধন্যবাদ।’

এ বিষয়ে ঢাবির সাবেক এই শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, ‘কমিটি দেয়ার আগে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমিও পদ চেয়ে আবেদন করিনি। তা ছাড়া এক বছরের বেশি সময় ধরে ঢাবি ছাত্রদলে আমি নিষ্ক্রিয়। ছাত্রদলের কমিটিতে আমার নামটি হয়তো ভুলে চলে এসেছে।’

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আমি অব্যাহতি চেয়েছি। অন্যথায় আমি পদত্যাগ করব।’

কানেতা ইয়া লাম লাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি গত ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মনোনীত হয়েছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]