সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রেলের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট

রেলের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার ৫

রেলওয়ে কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আত্মসাতের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) তাদের ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- আব্দুল গফুর (৬৪) নাদেরুজ্জামান নাদু (৬৫), নুরুল হক নুরু (৬০), আব্দুল্লাহ আল মামুন (৪৮) এবং মোজাহেরুল হক মুকুল (৫২)।

জানা যায়, আবু নাছের নামে এক ব্যবসায়ী চট্টগ্রাম নগরীর খুলশী থানায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়ে মামলা করেন। সেখানে তিনি উল্লেখ করেন, নাদেরুজ্জামান নামে এক ব্যক্তি আবু নাছেরকে ফোন দেয়। তাদের কাছে ৩০০ পিস পুরনো ব্যাটারি আছে, যেগুলোর দাম নয় লাখ টাকা। রেলওয়ে কর্মকর্তাদের মাধ্যমে আরও কম দামে ব্যাটারিগুলো নিয়ে দেয়া যাবে বলে আশ্বাস দেয়া হয়েছিল।

এরপর নুরুল হক নুরু ও গফুরসহ আরও কয়েকজন নিজেদের রেলওয়ে কর্মকর্তা পরিচয় দিয়ে পরিচিত হন। প্রথমে ৫০ হাজার পরে আরও সাড়ে চার লাখ টাকা নেন। টাকা নেয়ার পর মোবাইল বন্ধ করে দিলে তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি।

খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গ্রেফতার পাঁচজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা নিজেদের রেলওয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে টেন্ডার পাইয়ে দেয়ার নামে প্রতারণা করে। রেলের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম ও নীলফামারির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]