বুধবার ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিচারক-আইনজীবীর স্বাক্ষর জাল, ছাত্রলীগ নেতা বাপ্পী কারাগারে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

বিচারক-আইনজীবীর স্বাক্ষর জাল, ছাত্রলীগ নেতা বাপ্পী কারাগারে

আদালতের বিচারক ও আইনজীবীর স্বাক্ষর জাল মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পীকে (২৯) কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার নিজ সরাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাপ্পী একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শোভন বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। যদি সে দোষী হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

মামলার বাদী আইনজীবী ইশতিয়াক আহমেদ বলেন, চার-মাস আগে মোটরসাইকেল বিক্রির একটি অ্যাফিডেভিটের কপি আমার হাতে আসে। এতে আমার স্বাক্ষর থাকলেও সেটি আমি করিনি। পরে বিচারকের স্বাক্ষরও জাল বলে জানতে পারি। এ ঘটনায় আমি আদালতে মামলা দায়ের করি। বাপ্পী নামে একজন মামলার আসামি। ওই অ্যাফিডেভিটে সাক্ষী হিসেবে ওনার নাম ও স্বাক্ষর রয়েছে। এ মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান বলেন, স্বাক্ষর জাল করার একটি মামলায় বাপ্পীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]