বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্মার্ট বাংলাদেশ গড়তে সু-শিক্ষার কোন বিকল্প নেই: হাবিব হাসান এমপি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

স্মার্ট বাংলাদেশ গড়তে সু-শিক্ষার কোন বিকল্প নেই: হাবিব হাসান এমপি

 ঢাকা-১৮ আসনের সাংসদ এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান (এমপি) বলেছেন, আজকের নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই আগামি দিনের ভবিষ্যৎ। তারাই আগামী দিনের দেশের চালিকা শক্তি, তারাই আগামিতে বাংলাদেশকে বিশ্বের দরবারে একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সু-শিক্ষার কোন বিকল্প নেই’।

রোববার দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় অবস্থিত নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও মেধা পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাখাতে বেশি নজর রাখছেন। এসময়ে তিনি আরো বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি পৃথিবীতে তত বেশি উন্নত। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। নওয়াব হাবিবউল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রোটারিয়ান মো: মতিউল হক উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)র ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডি.এম শামীম, উত্তরা ৪ নং সক্টর কল্যান সমিতির সভাপতি মেজর (অবঃ) আনিছুর রহমান, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: সাব্বির আহমেদ খান ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সদস্য এম. এম. রাজু আহাম্মেদ, ডিএনসিসির ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়া, ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইসহাক মিয়া, ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন, ইঞ্জিঃ আনোয়ারুল ইসলাম রবিন ও বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ। এছাড়াও উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক বৃন্দ, শিক্ষার্থীরা ও উপস্হিত ছিলেন। নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের নবীনবরণ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহিনুর মিয়া। আলোচনা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এম পি।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]