শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বিএনপির ২৬ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

কুমিল্লায় বিএনপির ২৬ নেতাকর্মী কারাগারে

কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতিসহ ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালতে নেতাকর্মীরা হাজির হয়ে জামিন আবেদন করলে না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন তিনি।

তারা হলেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল সভাপতি মাওলানা আবুল খায়ের, পৌর যুবদল সভাপতি হাজী নুরুল ইসলাম মুন্সি, উপজেলা বিএনপি দফতর সম্পাদক শহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রদল চান্দিনা উপজেলা শাখার সভাপতি রাজিব ভূঁইয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুসহ ২৬ নেতাকর্মী।

জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ৩৬ জনের নাম উল্লেখসহ ১৬০ জন অজ্ঞাতপরিচয় আসামি দিয়ে মামলা করে পুলিশ। ওই মামলায় নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন।

জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার কুমিল্লার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামীপক্ষের আইনজীবী আতিকুল আলম সুমন বলেন, উচ্চ আদালতের নির্দেশক্রমে আমরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছি। কিন্তু আদালত নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ১২ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]