রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে জিম্মি করে অর্থ আত্মসাতের চেষ্টায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

রাজধানীতে জিম্মি করে অর্থ আত্মসাতের চেষ্টায় গ্রেফতার ৪

রাজধানী ঢাকার তুরাগ থানা এলাকায় এক ব্যক্তিকে প্রাইভেটকারে জিম্মি করে অর্থ আত্মসাৎ ও মারধরের সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার (ঢাকা- মেট্রো-গ–১৪-৬২৭৯), ছয়টি মোবাইল ফোন, নগদ সাড়ে পাঁচ হাজার টাকা, একটি স্ক্রু ড্রাইভার, গাড়ির চাকা খোলার একটি ঢালি জব্দ করা হয়।

গ্রেফতারারা হলেন— মো. সুদেব, তামিম চৌধুরী, আবু সাঈদ ও ফিরোজ আশরাফ হিমু। মঙ্গলবার এদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।

বুধবার তুরাগ থানার ওসি মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৮ এপ্রিল তুরাগ থানার ১৭ নম্বর সেক্টরে মেট্রোরেলের তিন নম্বর স্টেশনের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনার সময় একটি প্রাইভেটকারকে সিগনাল দেওয়া হয়। কিন্তু চালক গাড়িটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেসময় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা বাধা দেন। সঙ্গে সঙ্গে এএসআই মো. গোলাম রসূল ও মো. আসাদুল হক মোটরসাইকেল নিয়ে সামনে-পেছনে অবস্থান নিয়ে গাড়িটি থামাতে বাধ্য করেন।

তিনি আরো বলেন, তখন প্রাইভেটকারের ভেতর থেকে একজন চিৎকার করে বলেন, স্যার আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। পুলিশ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক এসআই মো. শওকত মিঞা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির ভেতরে থাকা ভুক্তভোগীকে উদ্ধার করেন।

ভুক্তভোগীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা ভুক্তভোগীকে কালশী এলাকা থেকে কৌশলে গাড়িতে উঠিয়ে জিম্মি করে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেন।

এরপর আরো দেড় লাখ টাকা আদায়ের জন্য আসামিরা ভুক্তভোগীর আত্মীয়-স্বজনদের ফোন করেন। পরে তারা জিম্মি করা ব্যক্তিকে নিয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]