সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৯০ ভাগ কারখানায় বোনাস পরিশোধ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

৯০ ভাগ কারখানায় বোনাস পরিশোধ

ঈদ বোনাস পেয়েছেন পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএভুক্ত ৯০ শতাংশ কারখানার শ্রমিকেরা। বুধবার বিকেল পর্যন্ত ১ হাজার ৯৩৬ কারখানায় বোনাস পরিশোধ করা হয়েছে। বাকি কারখানাগুলোর বোনাস বৃহস্পতিবার বিতরণের চেষ্টা চলছে। ঢাকা এবং চট্টগ্রাম মিলে বিজিএমইএর চালু কারখানার সংখ্যা এখন ২ হাজার ১২৬টি।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, এ বছর বেতন বোনাস নিয়ে কোনো কারখানায় সমস্যা নেই। বোনাসের পাশাপাশি এপ্রিল মাসের আংশিক বেতন অগ্রিম পরিশোধ করছে ৮২ শতাংশ বা ১ হাজার ৭৬৮টি কারখানা। তবে বুধবার পর্যন্ত ২৫টি কারখানা মার্চ মাসের বেতন পরিশোধ করতে পারেনি।

তৈরি পোশাক সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শক পরিষদের (আরএমিজ টিসিসি) গত ৫ এপ্রিলের বৈঠকে ঈদের ছুটির আগেই সব কারখানায় বেতন বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয়। মার্চের বকেয়া বেতনও ঈদের ছুটির আগেই পরিশোধ করার সিদ্ধান্ত হয়। শ্রম আইনে মাসের প্রথম সাত কর্মদিবসের মধ্যেই পূর্ববর্তী মাসের বেতন পরিশোধ করার কথা বলা আছে।

শ্রমপ্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ আইনের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, যেসব কারখানা কর্তৃপক্ষ এত দিনেও মার্চের বেতন দিতে পারেনি ঈদের আগেই তা পরিশোধ করতে হবে। ঈদে ঘরমুখী মানুষের সহজ যাতায়াতের স্বার্থে ভিন্ন ভিন্ন দিনে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হয় ওই সভায়। সে অনুসারে গত মঙ্গলবার থেকেই পর্যায়ক্রমে পোশাক কারখানা ছুটি দেওয়া শুরু হয়। ওই দিন ২০ শতাংশ কারখানা ছুটি ঘোষণা করে। বুধবার ৩৫ শতাংশ কারখানায় ছুটি দেওয়া হয়। বাকি ৪৫ শতাংশ কারখানায় বৃহস্পতিবার ছুটি দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]