বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ মে ২০২৩ | প্রিন্ট

কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

বাগেরহাটের চিতলমারীতে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রতিবেশী আব্দুর জব্বার শেখ নামে যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজীব শেখ নামে আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিতলমারী উপজেলার গোড়ানালুয়া গ্রামের বাংলাদেশ সেবাশ্রমের পাশে এ ঘটনা ঘটে। এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে অভিযুক্ত দেলোয়ার মুন্সি ও তার বাবার চারটি ঘরে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।

নিহত আব্দুল জব্বার শেখ চিতলমারী উপজেলার গ্রামের আব্দুল হক শেখের ছেলে। আহত রাজিব শেখ চিতলমারী উপজেলার গোরা নলুয়া গ্রামের মো. তৈয়ব শেখের ছেলে। আহত রাজীবকে মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কার হয়েছে। অভিযুক্ত দেলোয়ার মুন্সী ওরফে আকাশ চিতলমারী উপজেলার ঘোড়া নলুয়া গ্রামের ডাবলু শেখের ছেলে।

পুলিশ জানায়, দুই-তিন দিন আগে নিহত আব্দুল জব্বার শেখের প্রতিবেশী এক কিশোরীর শ্লীলতাহানি ঘটায় বখাটে দেলোয়ার। এতে প্রতিবাদ করলে আব্দুল জব্বার শেখ এবং রাজীব শেখের সঙ্গে দেলোয়ার মুন্সি, তার ভাই জিনু মুন্সি ও বাবা ডাবলু মুন্সির তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দেলোয়ার ছুরি দিয়ে রাজিব ও জব্বারকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত রাজিবকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিতলমারী থানার ওসি এএইচএম কামরুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উত্তেজিত জনতা ছুরিকাঘাতকারী দেলোয়ার মুন্সি ও তার বাবার চারটি বসতঘরে অগ্নিসংযোগ করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]