মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে ৫৭৬ সাইক্লোন শেল্টার প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ মে ২০২৩ | প্রিন্ট

কক্সবাজারে ৫৭৬ সাইক্লোন শেল্টার প্রস্তুত

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কক্সবাজারে ৫৭৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারবেন ৫ লাখ ৫ হাজার ৯৯০ জন।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা শনিবার (১৩ মে) বিকেল থেকে সোমবারের (১৫ মে) মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসনের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এতে সভাপতিত্ব করেন। চট্টগ্রাম-কক্সবাজারে মোখার প্রভাব শুরু হতে পারে শনিবার থেকেই।

সভায় শনিবার সকাল থেকে মেডিকেল দল, কোস্টগার্ড, নৌ-বাহিনী, পুলিশ, নৌ-পুলিশ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক দল, স্কাউট দল, আনসার বাহিনীসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। যার ফোন নম্বর ০১৮৭২৬১৫১৩২।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি বলেন, দুর্যোগকালীন সময়ের জন্য ২০ লাখ ৩০ হাজার নগদ টাকা, ৫ দশমিক ৯০ মেট্রিক টন চাল, ৩ দশমিক ৫ মেট্রিক টন বিস্কুট, ৩ দশমিক ৪ মেট্রিক টন কেক, ১৯৪ বান্ডল ঢেউটিন, ২০ হাজার প্যাকেট ওরস্যালাইন ও ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রাখা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]