মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিসিবির চিনির দর বাড়ল কেজিতে ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৩ মে ২০২৩ | প্রিন্ট

টিসিবির চিনির দর বাড়ল কেজিতে ১০ টাকা

বাজারে দাম বাড়ার পর এবার সরকারের ভর্তুকি মূল্যের চিনির দামও বাড়ল। এ দফায় সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চিনির দাম কেজিতে ১০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন টিসিবি থেকে নিম্নআয়ের মানুষদের প্রতি কেজি চিনি কিনতে হবে ৭০ টাকা দরে। শনিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি মে মাসের জন্য পরিবার কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে। রোববার থেকে কার্ডধারীরা পণ্য কিনতে পারবেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় এ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন।

আগের মতোই সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। তবে এবার প্রতি কেজি চিনির দাম ১০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা, যা আগে ছিল ৬০ টাকা। এছাড়া আগের মতোই মসুর ডালের কেজি ৭০ টাকা এবং সয়াবিন তেলের লিটার ১১০ টাকা দরে বিক্রি করবে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিক্রি কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের নিকট হতে পণ্য কিনতে পারবেন।

একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল এবং দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

এদিকে সরকার চিনির দর বেঁধে দিলেও খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে আমদানিকারক পর্যন্ত কেউই এ দর মানছেন না। খুচরা পর্যায়ে খোলা চিনির কেজি ১২০ এবং প্যাকেটজাত চিনির কেজি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাজারে প্যাকেটজাত চিনি সহজে মিলছে না। আর খোলা চিনি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। সেই হিসাবে সরকার নির্ধারিত দরের চেয়েও ১৫ থেকে ২০ টাকা কেজিতে অতিরিক্ত গুণতে হচ্ছে ভোক্তাদের।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩০ অপরাহ্ণ | শনিবার, ১৩ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]