শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংস স্বীকার যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ | প্রিন্ট

প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংস স্বীকার যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে রুশ হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্তের কথা জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। তাঁদের দাবি, পুরোপুরি ধ্বংস না হলেও সামান্য ক্ষতি হয়েছে। নাম না প্রকাশের শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, ওয়াশিংটন ও কিয়েভ এরই মধ্যে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের সবচেয়ে ভালো উপায় কী হতে পারে, এ বিষয়ে আলোচনা শুরু করেছে। যুক্তরাষ্ট্র নির্মিত একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য প্রায় ১১০ কোটি ডলার। তবে রুশ হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংসের ঘটনাটি প্রত্যাখ্যান করছে ইউক্রেন। দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইনহাত বুধবার দাবি করেছেন, কিয়েভে রাশিয়ার বাহিনীর বিমান হামলার সময় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস হয়নি।

 

এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে কয়েক মাস ধরে রাশিয়া থেকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল কিনছে ভারত। এরপর সেই তেল পরিশোধন করে আবার ইউরোপের বাজারে বিক্রি করছে দেশটি। ভারতের এমন কার্যক্রমের দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান কূটনীতিক জোসেপ বোরেল।

বোরেল বলেন, রাশিয়ার অপরিশোধিত তেল থেকে ভারত যদি ডিজেল অথবা গ্যাসোলিন তৈরি করে ইউরোপে পাঠায়, তাহলে সেটি অবশ্যই নিষেধাজ্ঞাকে পাশ কাটানো। সদস্য দেশগুলোকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, গত কয়েক দিনে বাখমুতের উত্তর ও দক্ষিণের বেশ কিছু পরিমাণ ভূখণ্ড মুক্ত করা হয়েছে। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার এই দাবির কথা টেলিগ্রামে জানিয়েছেন। খবর সিএনএন ও রয়টার্সের।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(218 বার পঠিত)
(195 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]