বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিআইপি নির্বাচিত হলেন ১৪০ রপ্তানিকারক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ মে ২০২৩ | প্রিন্ট

সিআইপি নির্বাচিত হলেন ১৪০ রপ্তানিকারক

রপ্তানি বাণিজ্যে অবদান রাখায় সরকার ১৪০ রপ্তানিকারককে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচন করেছে। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০২১ সালে রপ্তানিতে অবদান রাখায় তাঁরা এ সম্মাননা পাচ্ছেন। কিছুদিনের মধ্যে নির্বাচিতদের হাতে সিআইপি কার্ড তুলে দেওয়াসহ আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্মাননা জানানো হবে।

 

ওভেন গার্মেন্টস একক ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন হা-মীম গ্রুপের এমডি এ. কে. আজাদ, তারাশিমা অ্যাপারেলসের এমডি মিরান আলী, একেএম নিটওয়্যারের এমডি মো. আব্দুল্লাহ, স্নোটেক্স আউট ওয়্যারের এমডি এসএম খালেদ, উইন্ডি অ্যাপারেলসের এমডি মেজবাহ উদ্দিন খান, স্প্যারো অ্যাপারেলসের মুস্তাজিরুল শোভন ইসলাম, লিজ ফ্যাশনের এমডি জং লিফেং, শারমিন অ্যাপারেলসের এমডি মোহাম্মদ ইসমাইল হোসেন, তুসুকা ট্রাউজার্সের এমডি আরশাদ জামাল, এমবিএম গার্মেন্টসের এমডি ওয়াসিম রহমান, কানিজ গার্মেন্টসের কাজী এহসানুল আবেদিন, সিনসিন অ্যাপারেলসের চেয়ারম্যান সোহেল সাদাত, বিগ বস করপোরেশনের এমডি সৈয়দ রেজাউল হোসেন কাজী, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজের চেয়ারম্যান এ কে এম বদিউল আলম, রাসেল গার্মেন্টসের আক্কাচ উদ্দিন মোল্লা, ব্যান্ডো ফ্যাশনের পরিচালক কাজী মনির উদ্দিন ও রিশাল গার্মেন্টসের এমডি সাখাওয়াৎ হোসেন।

ওভেন শিল্প গ্রুপ হিসেবে স্ট্যান্ডার্ড গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার একেএম মুশাররাফ হুসাইন, রাবাব গ্রুপের চেয়ারম্যান লুৎফি মাওলা আইয়ুব, ফ্লোরেন্স গ্রুপের এমডি জোয়ার্দ্দার মো. হোসনে কমার আলম এবং আলিফ গ্রুপের এমডি আজিজুল ইসলাম।

নিটওয়্যার গার্মেন্টস ক্যাটাগরিতে এককভাবে স্কয়ার ফ্যাশনের এমডি তপন চৌধুরী, জিএমএস কম্পোজিটের এমডি গোলাম মুস্তফা, ফকির নিটওয়্যার্সের এমডি ফকির আখতারুজ্জামান, পাইওনিয়ার নিটওয়্যার্সের (বিডি) পরিচালক আসমা বেগম, মডেল ডি ক্যাপিটালের এমডি মাসুদুজ্জামান, ফারিহা নিটের এমডি আসাদুল ইসলাম, কটন ক্লাবের (বিডি) পরিচালক জুবায়ের মণ্ডল, মেট্রো নিটিংয়ের এমডি আমল পোদ্দার, মালটি ফ্যাবসের পরিচালক মেসবাহ ফারুকী, ফখরুদ্দিন টেক্সটাইলের এমডি আসিফ আশরাফ, ইন্টারস্টফ অ্যাপারেলের চেয়ারম্যান নাজীম উদ্দিন আহমেদ, মেঘনা নিট কম্পোজিটের এমডি মোখলেছুর রহমান, এএমসি নিট কম্পোজিটের এমডি সুবল চন্দ্র সাহা, লিডা টেক্সটাইলসের চেয়ারম্যান সু লিজিং, গ্রাফিক্স টেক্সটাইলসের এমডি নাজীব মালেক চৌধুরী, দিগন্ত সোয়েটার্সের পরিচালক তানজিমা শাহতাজ চৈতী, তামিশনা ফ্যাশনের এমডি গুলজার আলম চৌধুরী, কম্পটেক্সের এমডি রবিন রাজন সাখাওয়াত, আহসান কম্পোজিটের পরিচালক ইসফাক আহসান, ফেব্রিকা নিট কম্পোজিটের এমডি মিজানুর রহমান, মোয়াজউদ্দিন টেক্সটাইলের এমডি লুৎফর রহমান, নেটওয়ার্ক ক্লথিংয়ের এমডি বোরহান উদ্দিন, রমো ফ্যাশনের চেয়ারম্যান মোহাম্মদ  মহসিন এবং ফিয়াত ফ্যাশনের এমডি মো. মনিরুজ্জামান।

নিটওয়্যার গার্মেন্টসে গ্রুপ ভিত্তিতে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, হান্নান গ্রুপের এমডি এবিএম সামছুদ্দিন, ক্লিফটন গ্রুপের এমডি এম মহিউদ্দিন চৌধুরী, এপিএস গ্রুপের এমডি শামীম রেজা, জে. কে. গ্রুপের এমডি মো. তানভীর খান, রিজী গ্রুপের এমডি জামশেদ আলী এবং লান্তাবুর গ্রুপের এমডি মো. সালমান।

কৃষি, হালকা প্রকৌশল ও ওষুধ ক্যাটাগরিতে সিআইপি সম্মাননা পাচ্ছেন মনসুর জেনারেল ট্রেডিংয়ের মোহাম্মদ মনসুর, মাসওয়া এগ্রোর ইফ্ফাত জহুর, ইশরাক ট্রেডার্সের রিয়াজ করিম খান, আল আজমী ট্রেড ইন্টান্যাশনালের তাফহীম আল-আজমী, ইনডিগো করপোরেশনের ফারুক আহমেদ, রাজধানী এন্টারপ্রাইজের গোবিন্দ্র চন্দ্র সাহা, এগ্রোটেক বিডির জহিরুল ইসলাম খান, এগ্রিকনসার্নের শেখ আব্দুল কাদের, প্রাণ ডেইরির আহসান খান চৌধুরী, এলিন ফুডসের ওমর ফারুক, এস এস ফুডসের আব্দুস সাত্তার, ইউনিগ্লোরি সাইকেলের মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, মেঘনা বাংলাদেশের রাশিকুর রহমান মাহিন, স্কয়ার ফার্মার স্যামুয়েল এস চৌধুরী এবং বেক্সিমকো ফার্মার নাজমুল হাসান।

কাঁচাপাট ও পাটজাত দ্রব্য ক্যাটাগরিতে পাচ্ছেন আকিজ জুট মিলসের সেখ নাসির উদ্দিন, সারতাজ ট্রেড ইন্টারন্যাশনালের বদরুল আলম, ফাহিম জুটের মনির হোসেন, ওহাব জুট মিলসের শেখ ফারুক হোসেন এবং জুট টেক্সাইলসের রোকেয়া রহমান।

চামড়াজাত দ্রব্য ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন অ্যাপেক্স ট্যানারির এম এ মাজেদ, বে-ফুটওয়্যারের জিয়াউর রহমান, এফবি ফুটওয়্যারের হেদায়েত উল্লাহ, অ্যালয়েন্স লেদারের সেলিমুজ্জামান এবং এবিসি ফুটওয়্যারের জয়নাল আবেদিন মজুমদার।

হিমায়িত খাদ্য, সিরামিক, স্পেশালাইজড টেক্সটাইল, হস্তশিল্প ও প্লাস্টিকজাত পণ্য, কম্পিউটার সফটওয়্যার ও সেবা এবং বিবিধ ক্যাটাগরিতেও বেশ কয়েকজনকে সিআইপি নির্বাচন করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]