বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ জুন ২০২৩ | প্রিন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে শনিবার গোপালগঞ্জে যাচ্ছেন। সফরে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়, বৃক্ষ রোপণ ও মতবিনিময় সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়ক পথে প্রধানমন্ত্রী গোপালগঞ্জে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে গণভবন থেকে সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। বেলা ১১টায় কোটালীপাড়ায় পৌঁছে উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ের ফলক উন্মোচন করবেন। সেখানে ৩টি চারা রোপণ করবেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। রাতে তিনি টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরদিন রোববার টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী ।

কোটালীপাড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এ উপলক্ষে দলীয়ভাবে সব প্রস্তুতি শেষ হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসনর এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। জেলার সড়কের মোড়ে মোড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙানো হয়েছে নানা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। তৈরি করা হয়েছে শত শত তোরণ ।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]