শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘রকি অওর রানী কি প্রেম কাহানি’ নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ জুলাই ২০২৩ | প্রিন্ট

‘রকি অওর রানী কি প্রেম কাহানি’ নিয়ে বিতর্ক

নিজের পরিচালনা জীবনের রজতজয়ন্তী বর্ষে পরিচালক করণ জোহর দর্শককে যে রোমান্টিক ছবি উপহার দিতে চলেছেন, তার নাম ‘রকি অওর রানী কি প্রেম কাহানি’। গত ২৮ জুন এই ছবির প্রথম টিজার-ট্রেলার লঞ্চ করেছেন শাহরুখ খান। এই টিজার-ট্রেলারে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গাওয়া রোমান্টিক টিউন ‘তুম কেয়া মিলে’ শুনেছেন কয়েক লাখ শ্রোতা। এরপরও কিছু বিতর্ক দানা বেঁধেছে।

প্রথমত, ‘তুম কেয়া মিলে’ রোমান্টিক গানটি অরিজিৎ সিংয়ের সঙ্গে শ্রেয়া ঘোষাল গেয়েছেন। কিন্তু ওই ট্রেলারে অরিজিৎ সিংয়ের নাম থাকলেও শ্রেয়া ঘোষালের নাম ছিল না। যে কারণে শ্রেয়া ঘোষালের অনুরাগীরা ক্ষুব্ধ হন এবং তাঁদের ক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে উগড়ে দেন। অনুরাগীদের সেই প্রতিবাদী টুইট শ্রেয়া ঘোষাল নিজের সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে রি-টুইট করেন। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। যদিও শ্রেয়া তাঁর রি-টুইট পরে সরিয়ে নিয়েছেন। কিন্তু বিতর্ক থামেনি।

এদিকে আবার ‘তুম কেয়া মিলে’ গানের সঙ্গে পর্দায় রণবীর সিং ও আলিয়া ভাটের কেমিস্ট্রি নিয়েও প্রশ্ন উঠেছে। করণ জোহরের রোমান্টিক ছবির এই টিজার-ট্রেলারের রোমান্টিক সিকুয়েন্সে রণবীর সিং এবং আলিয়া ভাটের ভেতর রসায়ন তেমন জমাট বাঁধেনি বলেই নেটিজেনদের অভিমত। যাঁদের অনেকের ভাষ্য, করণ জোহর ‘তুম কেয়া মিলে’ গানটি এমনভাবে প্রমোট করেছেন, যেন মনে হচ্ছিল তিনি আরেকটি ‘কেশরিয়া’ [‘ব্রহ্মাস্ত্র’ ছবির জনপ্রিয় গান] আনতে চলেছেন।

অনেকের মতে, এই গানে রণবীরকে পশ্চিম দিল্লির কোনো প্রপার্টি ডিলার আর আলিয়া ভাটকে রানী মুখার্জির কপি লাগছে। এত অভিযোগ ও বিতর্কের পর করণ জোহর ইনস্টাগ্রাম হ্যান্ডলে গতকাল ‘রকি অওর রানী কি প্রেম কাহানি’র অপ্রকাশিত নতুন কিছু ইন্দ্রিয়ঘন, আবেশ বিহ্বল ছবি পোস্ট করেছেন; যার মধ্য দিয়ে উষ্ণতাহীন প্রেমের রসায়নের অভিযোগ জানানো নেটিজেনদের জবাব দিয়েছেন এই নির্মাতা।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১১ পূর্বাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]