রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোমরা স্থলবন্দর দিয়ে দু’দি‌নে ১০০ মেট্রিক টন মরিচ আমদানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ | প্রিন্ট

ভোমরা স্থলবন্দর দিয়ে দু’দি‌নে ১০০ মেট্রিক টন মরিচ আমদানি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দু’দি‌নে মোট ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে এসেছে। ২-৩ জুলাই সন্ধ‌্যা পর্যন্ত মোট ১০টি ট্রাক করে ঐ মরিচগুলো আসে। এর ফলে ঐ জেলার বাজারগুলোতে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে।

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা জানান, প্রতি টন কাঁচা মরিচের এলসি মূল্য সাড়ে ৪০০ মার্কিন ডলার। সেই হিসেবে প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে এ মরিচ ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকছুদ খান জানান, রোববার ভারত থেকে ৭টি ট্রাকে ৭০ মেট্রিক টন ও সোমবার সন্ধ্যা পর্যন্ত আরো ৩টি ট্রাকে ৩০ মেট্রিক টনসহ মোট ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ ভোমরা স্থলাবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দীন জানান, মঙ্গলবার সকাল থেকে তিনটি কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করেছে। বিকেলে আরো কিছু কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করতে পারে।

সাতক্ষীরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারসহ বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]