সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাগর নন্দিনি-২ জাহাজ এখন ঝুঁকিমুক্ত: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ | প্রিন্ট

সাগর নন্দিনি-২ জাহাজ এখন ঝুঁকিমুক্ত: ফায়ার সার্ভিস

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনি-২ এর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এটি এখন বিস্ফোরণের ঝুঁকিমুক্ত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ঐ জাহাজটিতে প্রথম গত ১ জুলাই দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। তখন বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সেই ভ্যাসেলটি থেকে চারলাখ লিটার পেট্রোল ও ডিজেল অপসারণের লক্ষ্যে সাগর নন্দিনি-৪ নামক অপর একটি ট্যাংকার সেখানে আসে। বিআইডব্লিউটিএ জানিয়েছে, ২৫ হাজার লিটার জ্বালানি তেল অপসারণ করার পর ফের বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে সাগর নন্দিনি-২ নামের জাহাজটিতে।

তিনি আরো বলেন, এ জায়গাটা এখন নিরাপদ। আগুন নেভাতে আমরা যে পরিমাণ ফোম মিশ্রিত পানি ওখানে ব্যবহার করেছি, তাতে পর্যাপ্ত ফোম রয়েছে ভ্যাসেলটিতে। পর্যাপ্ত ফোমের কারণে জায়গাটি বিস্ফোরণের আওতামুক্ত।

উল্লেখ্য, গত ১ জুলাই দুপুর আড়াইটার দিকে সুগন্ধা নদীতে সাগর নন্দিনি-২ নামের তেলের ট্যাংকারে বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। সোমবার (৪ জুলাই) উদ্ধার অভিযান শেষ করার ১ ঘণ্টার মাথায় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে একই জাহাজে ফের বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। আর এই পুরো ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং ১৯ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]