সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ | প্রিন্ট

‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনসংখ্যা, অর্থনীতি ও কৃষিসহ সবকিছু স্মার্ট হবে। দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে কাজ করতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সব জনপ্রতিনিধিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার নিজ কার্যালয়ের শাপলা হলে পাঁচ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথগ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি সারাদেশের প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কে কোন দল থেকে নির্বাচিত হয়েছেন তা দেখি না। বাংলাদেশের সার্বিক উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমরা এলাকা দেখে কাজ করি না। প্রত্যেক নাগরিকের উন্নতির জন্য কাজ করি।

কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি যা কিছু করি, সবই জনগণের কল্যাণের জন্য।

নবনির্বাচিত মেয়রদের নিজ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিতে পরিকল্পনা প্রণয়ন এবং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের সেবা করার সুযোগ পেয়েছেন। আমি চাই, আপনারা জনগণের সেবা ও তাদের প্রত্যাশা পূরণ করবেন।

পরে একই অনুষ্ঠানে পাঁচ সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করানো হয়। তাদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম। এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]