শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঐতিহাসিক সেই ভিডিও পোস্ট করে তামিমকে লর্ডসের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ | প্রিন্ট

ঐতিহাসিক সেই ভিডিও পোস্ট করে তামিমকে লর্ডসের অভিনন্দন

ক্রিকেটের তীর্থ লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। আন্তর্জাতিক ক্রিকেট খেলা সব ক্রিকেটারেরই লর্ডসে একটা ম্যাচ খেলার স্বপ্ন থাকে! সেদিক থেকে তামিম ইকবালকে ভাগ্যবানই বলতে হবে। লর্ডসে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- সব সংস্করণেই একটি করে ম্যাচ খেলেছেন তিনি। সেই মাঠেই টেস্ট ম্যাচে ইতিহাস গড়েন তামিম ইকবাল।

ঐতিহাসিক সেই ইনিংসের ভিডিও দিয়ে অবসর ঘোষণার দিনে তামিমকে অভিনন্দন জানিয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। বৃহস্পতিবার লর্ডসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেই পোস্ট করা হয় ভিডিওটি।

২০১০ সালে লর্ডসে খেলা টেস্টটিতে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় একটি ইনিংস খেলেন তামিম। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৫৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। ইংল্যান্ডের কাছে সেই ম্যাচ বাংলাদেশ ৮ উইকেটে হারলেও সেঞ্চুরি করার সুবাদে অন্য রকম এক আনন্দে ভেসেছিলেন তামিম। লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠেছে তার। যেখানে নাম তুলতে পারেননি কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। সেঞ্চুরি করলে বা বল হাতে ৫ উইকেট পেলেই লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠে কারও।

তামিমের বিদায় বেলায় লর্ডস ক্রিকেট গ্রাউন্ড তাকে অভিনন্দন জানিয়েছে। তামিমকে ট্যাগ করে তারা টুইট করেছে। সেখানে লেখা ছিল- ‘বাংলাদেশের হয়ে অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’

একনজর দেখে আসুন ঐতিহাসিক সেই ভিডিও

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]