সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইগাতী কাটাখালী গণহত্যা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ | প্রিন্ট

ঝিনাইগাতী কাটাখালী গণহত্যা দিবস আজ

আজ ৬ জুলাই শেরপুরের ঝিনাইগাতী কাটাখালী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইগাতী উপজেলার রাঙামাটিয়া খাঠুয়াপাড়া গ্রামে বর্বরোচিত গণহত্যা ঘটায় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা।

এদিন মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার নুরুন্নবী মোহাম্মদ নাজমুল আহসান, মুক্তিযোদ্ধা আলী হোসেন, মোফাজ্জল হোসেনসহ নাম না জানা আরো অনেক সাধারণ মানুষ শহিদ হন। প্রতিবছর দিনটিকে ঘিরে থাকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দেশের স্বাধীনতায় অসামান্য অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালের ‘স্বাধীনতা পদক’ (মরণোত্তর) পান কাটাখালী সম্মুখ যুদ্ধে শহিদ কোম্পানি কমান্ডার নুরুন্নবী মোহাম্মদ নাজমুল আহসান। দিবসটি ঘিরে তার গ্রামের বাড়ি নালিতাবাড়ির নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এদিকে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী কাটাখালী সেতুটি সংরক্ষণসহ শহিদদের স্মৃতিতে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ, কাটাখালী সম্মুখ যুদ্ধে শহীদ কোম্পানি কমান্ডার নুরুন্নবী মোহাম্মদ নাজমুল আহসানের স্মৃতি ফলক নির্মাণ করা হয়েছে। এছাড়া সম্প্রতি সেতুর পাশের স্থানটি ‘শহিদ নাজমুল চত্বর’ হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। চত্বরটিতে দৃষ্টিনন্দন মাশরুমের ছাতা, ফোয়ারা, ফুলের বাগান ও বসার বে নির্মাণ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]