শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেট্রোরেল: আগারগাঁও-মতিঝিল রুটের অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ জুলাই ২০২৩ | প্রিন্ট

মেট্রোরেল: আগারগাঁও-মতিঝিল রুটের অগ্রগতি

দেশের প্রথম মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের দ্বিতীয় ধাপ আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হচ্ছে আজ (শুক্রবার) বিকেলে। এই অংশের প্রায় সব কাজ শেষ, এখন স্টেশনগুলো প্রস্তুত করার কাজ চলছে।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো স্টেশন সাতটি। সেগুলো হলো- বিজয় সরণী, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। মেট্রোরেল সূত্র জানিয়েছে, অক্টোবরে এ অংশের যাত্রী চলাচল শুরুর দিকে চালু হতে পারে ফার্মগেট, শাহবাগ, টিএসসি ও মতিঝিল স্টেশন। এসব স্টেশনের প্রায় ৯৭ ভাগ কাজ শেষ।

অন্য তিন স্টেশন- বিজয় স্মরণী, কারওয়ান বাজার ও সচিবালয় স্টেশনের কাজের অগ্রগতিও ৯০ শতাংশের বেশি। এই তিন স্টেশন চালু হতে পারে চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের শুরুতে।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, উত্তরা-আগারগাঁও রুটের মতো দ্বিতীয় অংশেও সব স্টেশন এক সঙ্গে চালু করা সম্ভব না হলে পর্যায়ক্রমে স্টেশনগুলো চালু হবে।

এদিকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করে কাজ এগিয়ে যাচ্ছে। তৃতীয় অংশে শুধুমাত্র কমলাপুর স্টেশন রয়েছে। এই স্টেশন ভবন নির্মাণের জন্যে পাইলিং বসানোর কাজ চলছে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় উত্তরা থেকে আগারগাঁও রুটে যাত্রী পরিবহন শুরু হয়। দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল রুটে যাত্রী পরিবহনের লক্ষ্য অক্টোবরে। সেই সময় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল। তৃতীয় ধাপের কাজ শেষ হলে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল রুটের দূরত্ব হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। পুরো পথ পাড়ি দিতে যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]