শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিইউতে ডাচ কিংবদন্তি গোলরক্ষক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ জুলাই ২০২৩ | প্রিন্ট

আইসিইউতে ডাচ কিংবদন্তি গোলরক্ষক

ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন নেদারল্যান্ডসের কিংবদন্তি গোলরক্ষক এডউইন ফন ডার সার। এরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় সারকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

মূলত মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেয়া হয় সারকে। খবর বিবিসির।

সারের অসুস্থতা নিয়ে ডাচ ফুটবলের শীর্ষ লিগ ইরেদিভিসির ক্লাব আয়াক্স জানিয়েছে, ফন ডার সার এখন ‘শঙ্কামুক্ত’। ক্লাবটি জানিয়েছে, ‘আয়াক্সের সবাই এডউইনের দ্রুত আরোগ্য কামনা করছে।’

২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বুটজোড়া তুলে রাখেন ফন দের সার। এরপর ২০১২ সালে আয়াক্সের বোর্ডে যোগ দেন তিনি। এর পাঁচ বছর পর ক্লাবটির প্রধান নির্বাহী হন এ গোলরক্ষক।

গত মৌসুমে ডাচ লিগের তৃতীয় স্থানে থেকে শেষ করে আয়াক্স। ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা হয়নি তাদের। ২০০৯ সালের পর এবারই ইউরোপের ক্লাব যুদ্ধে দেখা যাবে না আয়াক্সকে। এই ব্যর্থতার দায় নিয়ে গত মে মাসে ফন ডার সার ক্লাবটির প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন।

উল্লেখ্য, ইউনাইটেডের হয়ে ২৬৬ ম্যাচ খেলেছেন ফন ডার সার। রেড ডেভিলদের তিনটি প্রিমিয়ার লিগ ও ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগ জিততে দুর্দান্ত ভূমিকা রাখেন তিনি। এই কিংবদন্তি গোলরক্ষক প্রিমিয়ার লিগে ফুলহাম ও সিরি ‘আ’য় খেলেছেন জুভেন্টাসের হয়ে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]