মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউনাইটেড ছাড়লেন ডি গিয়া

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ জুলাই ২০২৩ | প্রিন্ট

ইউনাইটেড ছাড়লেন ডি গিয়া

সম্পর্কটা দীর্ঘ এক যুগের। স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ওল্ড ট্রাফোডে পা রেখেছিলেন ডেভিড ডি গিয়া। এরপর রেড ডেভিলসদের হয়ে রেকর্ডের ঝুলি ভরেছেন তিনি। অবশেষে প্রিয় ক্লাবকে বিদায় বলে দিলেন এ স্প্যানিশ গোলরক্ষক।

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে চলতি বছর চুক্তির মেয়াদ শেষ হয় ডি গিয়ার। সুযোগ থাকলেও ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি বাড়াতে চাননি তিনি। ফলে ওল্ড ট্রাফোড ছাড়তে হলো তাকে।

বিদায় বেলায় তিনি বলেন, ‘গত ১২ বছরের ভালোবাসার জন্য আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। প্রিয় স্যার অ্যালেক্স ফার্গুসন আমাকে এই ক্লাবে নিয়ে আসার পর থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি। নতুন চ্যালেঞ্জ গ্রহণ, নিজেকে আবার নতুন পরিবেশে টেনে নেয়ার সঠিক সময় এটি। ম্যানচেস্টার সবসময় আমার হৃদয়ে থাকবে।’

উল্লেখ্য, ২০১১ সালে ১৮.৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আতলেতিকো মাদ্রিদ থেকে ইউনাইটেডে আসেন ডি গিয়া। দীর্ঘ ১২ বছরে রেড ডেভিলসদের হয়ে ৫৪৫টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে ক্লিনশিট রেখেছেন ১৯০ ম্যাচে। যা ইউনাইটেড ইতিহাসে সর্বোচ্চ।

গত মৌসুমসহ প্রিমিয়ার লিগে গোল্ডেন গ্লাভ দুইবার জিতেছেন ডি গিয়া। ক্লাবটির হয়ে একটি প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইউরোপা লিগ, দুটি লিগ কাপ, তিনটি কমিউনিটি শিল্ড শিরোপা জেতেন এই গোলকিপার।

শোনা যাচ্ছে, ডি গিয়ার পরবর্তী সম্ভাব্য গন্তব্য সৌদি প্রো লিগে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]