সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনমজুর থেকে বিপুল সম্পদের মালিক গাবতলীর গোলজার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ জুলাই ২০২৩ | প্রিন্ট

দিনমজুর থেকে বিপুল সম্পদের মালিক গাবতলীর গোলজার

বগুড়ার গাবতলী উপজেলায় ১০ বছর আগেও দৈনিক আড়াইশ টাকা মজুরিতে টাইলস মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন গোলজার রহমান। কিন্তু দাদন ব্যবসায় জড়িয়ে গত এক দশকে ফুলেফেঁপে উঠেছে তাঁর ভান্ডার। ভাঙাচোরা টিনশেডের ঘর বদলে করেছেন আলিশান পাকা বাড়ি, বাড়িয়েছেন প্রতিপত্তি। এমনকি সুদের টাকা আদায়ে গড়ে তুলেছেন নিজস্ব ক্যাডার বাহিনীও। তাঁর দাদনের চক্রে জড়িয়ে কেউ হয়েছেন এলাকাছাড়া, কেউ হয়েছেন সর্বস্বান্ত।

 

সর্বশেষ গোলজারের বাহিনীর কারণে মারা গেছেন গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামের দিনমজুর আব্দুল মালেক। সুদের টাকা ফেরত দিতে না পারায় তাঁর স্ত্রী রিমা বেগমকে গত বৃহস্পতিবার মাঝরাত পর্যন্ত বাঁশঝাড়ে আটকে রেখে নির্মম নির্যাতন করেন গোলজার ও তাঁর বাহিনী। শেষ পর্যন্ত লজ্জায়-অপমানে শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মালেক।

পাররানীরপাড়া গ্রামের বাসিন্দারা জানান, শুধু রিমা বা মালেক নন, সুদের জন্য গোলজারের নির্যাতনের শিকার হয়েছেন আরও অনেকে। গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা হোরা প্রামাণিকের মেয়ে বছর পাঁচেক আগে গোলজারের কাছ থেকে সুদের ওপর ১ লাখ টাকা নিয়েছিলেন। পরে অব্যাহত চাপে মেয়ের দেনা শোধ করতে ভিটেমাটি বিক্রি করে ১১ লাখ টাকায় মীমাংসা করেন হোরা মিয়া। তবু আরও টাকার দাবিতে চলতে থাকে হুমকি-ধমকি। বাধ্য হয়ে পরিবার নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান হোরা মিয়া।
Facebook Comments Box
advertisement

Posted ৫:১৭ অপরাহ্ণ | সোমবার, ১০ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]