শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মানুষের গড় আয়ু বেড়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ | প্রিন্ট

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মানুষের গড় আয়ু বেড়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের গৃহীত ব্যবস্থায় স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হয়েছে। এর ফলে বেড়েছে মানুষের গড় আয়ু। মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জনস্বাস্থ্য ও কূটনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জনকল্যাণমুখী আধুনিক স্বাস্থ্যব্যবস্থার যে ভিত গড়ে দেন, তার পথ ধরেই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। ৭৫ পরবর্তী সামরিক একনায়কদের শাসনামলে জনস্বাস্থ্য কখনোই অগ্রাধিকার তালিকায় ছিল না। আবার বিএনপি ক্ষমতায় আসার পর কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়।

সম্প্রতি জাতিসংঘ গৃহীত প্রস্তাবনায় কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতি দেশের জন্য গৌরবের। কমিউনিটি ক্লিনিকের এ ধারণা অন্য সব দেশকেও জানাতে আমরা আগ্রহী, বলেন তিনি।

প্রতিটি জেলায় মেডিকেল কলেজ নির্মাণের কাজ এগিয়ে চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন,

পর্যায়ক্রমে সারাদেশে হেলথ কার্ড দেয়া হবে। যক্ষা ও ম্যালেরিয়া নির্মূলেও আমরা অগ্রসর হয়েছি।

বিশ্বব্যাপী করোনা মহামারির চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, সামগ্রিক কোভিড ব্যবস্থাপনায় বিশ্বের পাঁচটি দেশের অন্যতম বাংলাদেশ।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের করোনা টিকা দেয়া ছাড়াও তাদের স্বাস্থ্যসেবার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন,

ওই সংকটময় সময়েও তাদের টিকার ব্যবস্থা করা হয়েছে। তাদের কথা ভুলে যায়নি সরকার। কিন্তু রোহিঙ্গা ইস্যু মূলত এদেশের মানবিক সংকট ও নিরাপত্তার জন্য হুমকি। তাদের (রোহিঙ্গা) নিজ দেশে প্রত্যাবাসনই টেকসই সমাধান। আশা করি, মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত পাঁচ দফা প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]