সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পিএসজিতে খেলোয়াড়দের ব্ল্যাকমেল করা হয়’

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ | প্রিন্ট

‘পিএসজিতে খেলোয়াড়দের ব্ল্যাকমেল করা হয়’

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছাড়ছেন একের পর এক তারকা ফুটবলার। আর তাতেই যেন ফাঁস হতে শুরু করেছে ক্লাবটির গোমর। এবার প্যারিসিয়ানদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন ক্লাবটির মিডফিল্ডার মার্কো ভেরাত্তির সাবেক এজেন্ট দোনাতো দি ক্যাম্পলি।

তার দাবি, ইতালিয়ান মিডফিল্ডার মার্কোর বার্সেলোনায় যাওয়া ঠেকাতে ‘ব্ল্যাকমেল’-এর পথ বেছে নিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা।

বর্তমানে ভেরাত্তির এজেন্ট হিসেবে আর কাজ করেন না দি ক্যাম্পলি। তবে তিনি বলেন, ভেরাত্তি প্যারিস ছাড়তে চেয়েছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে বার্সার সঙ্গে চুক্তিতে বেশ এগিয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সী তারকা।

দি ক্যাম্পলি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন, সম্প্রতি পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে নিয়ে আলাপ-আলোচনা হতে দেখে। ফরাসি তারকার দিকে হাত বাড়িয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেও পিএসজিতে আর থাকতে চান না।

২৪ বছর বয়সী তারকার এমন অবস্থা দেখে দি ক্যাম্পলি জানান, ২০১৭ সালে ভেরাত্তি বার্সেলোনায় যেতে চেয়েছিল। তবে এমনটি হলে পিএসজি জানায়, ইতালিয়ান মিডফিল্ডার তাকে ছেড়ে দেবেন। এজেন্ট পাল্টাবেন।

ছয় বছর আগের সেই কথা স্মরণ করে দি ক্যাম্পলি ক্রীড়া ওয়েবসাইট রেলেভোকে বলেছেন, ‘প্যারিসে খেলোয়াড়েরা অবরুদ্ধ। আপনি কখনো জানবেন না, তারা ক্লাবটিতে কি চায়; এটা একটা কারাগার এবং তাদের (খেলোয়াড়) ব্ল্যাকমেল করা হয়।’

এই এজেন্ট আরো বলেছেন, ‘আল খেলাইফি (পিএসজি চেয়ারম্যান) এমনকি আমাকে বলেছিলেন, আমি যদি বার্সার সঙ্গে কোনো দেনদরবারে যাই তবে ভেরাত্তি আমাকে আর রাখবে না। এবং সেটিই ঘটেছে। আমি নিশ্চিত, মার্কো ভয় পেয়েছিল। সে আমাকে সেটি জানায়নি, তবে এটাই ঘটেছে।’

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]