সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেলিকপ্টারের আদলে গাড়ি বানালেন দুই হাফেজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ | প্রিন্ট

হেলিকপ্টারের আদলে গাড়ি বানালেন দুই হাফেজ

বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলেও প্রভাব ফেলেছে। আর সেই সুফল পাচ্ছে সব ধরণের মানুষ। আর ডিজিটাল পদ্ধতিসহ নিজ মেধা কাজে লাগিয়ে লক্ষ্মীপুরের কমলনগরের দুই হাফজে তৈরি করেছেন হেলিকপ্টারের আদলে তিন চাকার গাড়ি। রীতিমত সাড়া ফেলেছে তাদের এই উদ্ভাবনী।

দেখতে অনেকটা হেলিকপ্টারের মতো। তবে হেলিকপ্টার নয়। শখের বসে নিজেদের মতো ডিজাইন দিয়ে এটি বানিয়েছেন ওই এলাকার দুজন মাদরাসা শিক্ষার্থী। সেটি সড়কের মধ্যেও চালাচ্ছেন তারা। আবার কোনো অনুষ্ঠান বা ব্যক্তিগতভাবে ভাড়াও দিচ্ছেন এটি। ব্যতিক্রম এ হেলিকপ্টারটি রাস্তায় বের করলে লোকজন একনজর দেখতে ভিড় করেন। গাড়িটি বানাতে তিন মাস সময় লেগেছে তাদের। এতে তাদের ব্যয় হয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা।

কমলনগর উপজেলার চরকাদিরা ইউপি চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহর ছেলে হাফেজ মাওলানা নাসের উল্যা খালেদ ও তার বন্ধু হাফেজ মো. বেলাল হোসেন তিন চাকার হেলিকপ্টারের আদলে গাড়ি তৈরি করেছেন।

গাড়ি নির্মাতা হাফেজ মো. বেলাল হোসেন বলেন, হঠাৎ আমাদের দুই বন্ধুর মাথায় আসে ব্যতিক্রম একটি গাড়ি বানানোর। তাই হেলিকপ্টারের মতো একটি গাড়ি বানানোর চিন্তা করি। প্রথমে এর ডিজাইন আঁকি। পরে নিজেরাই গ্রিল ওয়ার্কশপের দোকানে গিয়ে নিজেদের তৈরি ডিজাইনে গাড়ি বানানোর কাজ শুরু করি। গাড়িতে প্রাইভেটকারের চাকা ও স্টিয়ারিং, মাইক্রোবাসের সিট ও অটোরিকশায় ব্যবহৃত চার্জার ব্যাটারি বসানো হয়েছে।সড়কে চলছে হেলিকপ্টারের আদলে তৈরি যানতিনি আরো বলেন, গাড়িতে যে ব্যাটারি বসানো হয়েছে, সেটি একবার চার্জ দিয়ে ৬০ কিলোমিটার চালানো যায়। গাড়িতে অনায়াসে চালকসহ চারজন যাত্রী বসতে পারবে। শখ করে অনেকে বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করতে তাদের গাড়িটি ভাড়া নিচ্ছে। আবার কেউ ব্যক্তিগতভাবে ঘোরাঘুরির জন্য গাড়িটি ব্যবহার করছেন। অনেকে এটিতে করে ঘুরতেও যাচ্ছেন। এটি তৈরি করে এলাকাবাসীদের কাছ থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি। আমাদের আরেকটি গাড়ি তৈরি করার ইচ্ছা রয়েছে।

চরকাদিরা ইউপির চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ বলেন, তারা দুজনই মাদরাসার শিক্ষার্থী এবং হাফেজ। স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই শুধু উদ্ভাবনীতে করে থাকে না। মাদরাসার শিক্ষার্থীরাও পারে। যা প্রমাণ করেছে এই দুজন শিক্ষার্থী।

তিনি আরো বলেন, দীর্ঘ তিন মাস এই কাজের পিছনে সময় দিয়ে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে এটি বানিয়েছে। তাদের আরো অনেক স্বপ্ন আছে। তাদের আমরা যদি সহযোগিতা করতে পারি তাহলে এই সমাজকে আরো অনেক কিছু উপহার দিতে পারবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]