সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একসঙ্গে জন্ম নেয়া চার কন্যার একজন মারা গেছে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ | প্রিন্ট

একসঙ্গে জন্ম নেয়া চার কন্যার একজন মারা গেছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাহাবুল-কল্পনা দম্পতির একসঙ্গে জন্ম নেয় চার কন্যা দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া। এদের মধ্যে বৃহস্পতিবার বিকেল ৪ টায় শারীরিক অসুস্থতার কারণে ২ মাস বয়সী ছোট কন্যা টিয়া মারা গে‌ছে।

নিহত টিয়ার প্রতিবেশী আক্তারুজ্জামান জানান, গত ঈদুল আজহার পর নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় টিয়া। এরপর মাঝে মাঝে অসুস্থ হয় আবার সুস্থ হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরের পর হঠাৎ বেশি অসুস্থ হয়ে যায়। এসময় পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা জানান, একসঙ্গে জন্ম নেয়া চার কন্যা দোয়েল, কোয়েল, ময়না ও টিয়ার মধ্যে টিয়া মারা গেছে। জন্মের ২ মাস পর তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর নিহতের দাফন কাজ সম্পন্ন হয়েছে। একসঙ্গে জন্ম নেওয়া এই চার শিশুর জন্মের পর থেকে আমরা জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সব সময় খোঁজ খবর রেখেছি।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৯ মে চুয়াডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের দরিদ্র দম্পতি মাহবুল-কল্পনার ঘর আলো করে চার কন্যা শিশু জন্ম গ্রহণ করে। খবর পেয়ে পরদিনই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান স্থানীয় ক্লিনিকে দেখতে যান। এসময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, মিষ্টিমুখ করান, নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

চার শিশুর বাবা মায়ের ইচ্ছানুযায়ী জেলা প্রশাসক তাদের নামকরণ করেন দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া। তিনি তাদের প্রত্যেকের বড় নামও রেখে দেন ও পাঁচদিনের মধ্যেই প্রত্যেকের জন্ম নিবন্ধন নিশ্চিত করেন। বাচ্চাদের জন্য পরিবারটির হাতে অর্থ সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি নিয়মিত তাদের খোঁজখবরও রাখেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]