সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুলপড়ুয়া মেয়ের সামনে বাবাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ | প্রিন্ট

স্কুলপড়ুয়া মেয়ের সামনে বাবাকে গুলি করে হত্যা

ফায়ার সার্ভিস কর্মী স্নেহাশীষ রায় বৃহস্পতিবার বিকেলে মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। ঐ সময় মেয়ের সামনেই বাবাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। মাথায় গুলি খেয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন স্নেহাশীষ, রক্তে ভেসে যায় সড়ক।

চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এ ঘটে পশ্চিমবঙ্গের কলকাতার লেকটাউনে। গ্রিন পার্কে ভর দুপুরে প্রকাশ্যে নিজ বাড়ির সামনেই ফায়ার সার্ভিসের ঐ কর্মীকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। ঘটনার পর পরই সেখানে পৌঁছান বিধান নগর পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্মকর্তারা।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত আর. জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে স্নেহাশীষকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা।

স্নেহাশীষ রায়ের স্ত্রী বলেন, আমি বাড়িতেই ছিলাম। আমার মেয়ে দৌড়ে এসে আমাকে বলে, মা বাবাকে কারা যেন গুলি করেছে। সঙ্গে সঙ্গে নিচে এসে দেখি মাটিতে পড়ে আছে স্নেহাশীষ। তার চারপাশে রক্ত। এলাকার কয়েকজনের সাহায্য নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা জানায় তিনি মারা গেছেন।

পুলিশ সূত্রের খবর, বছরখানেক আগে দমদমে একবার স্নেহাশীষ রায়ের ওপর হামলা চালানো হয়েছিল। সে সময় তার পায়ের কাছে গুলি চালানো হয়। এই হামলার সঙ্গে আগের হামলার কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশে যত সিসি ক্যামেরা আছে সেগুলোর ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হত্যাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সেই সঙ্গে কী কারণে এ ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]