মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৪ ইউনিয়নে ব্যালটে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট

গাইবান্ধায় ৪ ইউনিয়নে ব্যালটে ভোটগ্রহণ চলছে

গাইবান্ধার তিনটি উপজেলার চারটি ইউনিয়নে সাধারণ ও উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে ব্যালট পেপারে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগসহ মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন আওয়ামী লীগের মাসুদ আলম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোস্তফা আশরাফুল ইসলাম (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী আনিসুজ্জামান বিদ্যুৎ (মোটরসাইকেল)। এ ইউনিয়নে মোট ভোটার ৩০ হাজার ৫৯৫ জন।

একই উপজেলার নাকাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮৪০ জন।

এছাড়া সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চন্ডিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫৬৪ জন। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

অপরদিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে উপনির্বাচনে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ১৪ হাজার ৫৪ জন। নাকাই ও বল্লমঝাড়ে ইউপি সদস্যের মৃত্যুজনিত কারণে উপনির্বাচন হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পুলিশ, র‌্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব রয়েছে। এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টহলদল তাদের দায়িত্ব পালন করছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১১ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]