বুধবার ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ামিতে মেসির জার্সি নাম্বার কত?

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট

মিয়ামিতে মেসির জার্সি নাম্বার কত?

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। রোববার বর্ণাঢ্য আয়োজনে তাকে অভ্যর্থনা জানিয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি। তবে ক্লাবটির হয়ে কত নাম্বার জার্সি পড়ে খেলবেন সাতবার ব্যালন ডি’অরজয়ী এ ফরোয়ার্ড?

রোববার ফোর্ট লুডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসিকে পরিচয় করিয়ে দেয় ইন্টার মিয়ামি। সেখানে তাকে দশ নাম্বার জার্সি দিয়ে বরণ করে নেয়া হয়। ফলে স্বাভাবিকভাবেই আগামী দুই মৌসুমে ক্লাবটির হয়ে ১০ নাম্বার জার্সিতে দেখা যাবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

নতুন ক্লাবে যোগদানের অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগে ঝড় হওয়া সত্ত্বেও মিয়ামির স্টেডিয়ামের ২০ হাজার দর্শকাসন প্রায় পূর্ণ হয়ে যায়। বৃষ্টির কারণে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের থেকে প্রায় দুই ঘন্টা দেরিতে শুরু হয়।

‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের শুরুতে ক্লাবটির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম বলেন, ‘মেসির আগমনে একটি স্বপ্ন সত্যি হয়েছে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা বলেন, ‘লিও, আমরা খুব গর্বিত যে আপনি আপনার ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ে আমাদের ক্লাবটিকে বেছে নিয়েছেন।’

এরপর স্প্যানিশ ভাষায় বেকহ্যাম বলেন, ‘আমাদের পরিবারে লিওকে স্বাগতম।’

মিয়ামির সংখ্যাগরিষ্ঠ কিউবান-আমেরিকান ব্যবসায়ী মালিক জর্জ মাস তার নিজের বক্তৃতায় বলেন, ‘আজ রাতটি শহরের জন্য একটি উপহার এবং উদযাপন যা আমার পরিবারের জন্য তার দুই হাত উন্মুক্ত করে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আজ রাতে আমরা বৃষ্টিতে এটি করছি। এটি পবিত্র পানি! এটি আমাদের মুহূর্ত! এই দেশের ফুটবল ল্যান্ডস্কেপ পরিবর্তন করার জন্যই এই মুহূর্তের আয়োজন।’

এরপরই মেসিকে ‘আপনার নতুন নম্বর ১০, আমেরিকার ১০ নাম্বার’ হিসাবে পরিচয় করিয়ে দেন বেকহ্যাম।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]