মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘যেদিন থেকে এসেছি, সেদিন থেকেই ভালোবাসা পাচ্ছি’

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট

‘যেদিন থেকে এসেছি, সেদিন থেকেই ভালোবাসা পাচ্ছি’

একদিন আগেই আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা দিয়েছিল মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। বাকি ছিল শুধু লিওনেল মেসিকে বরণ করে নেয়ার। বর্ণাঢ্য আয়োজনে সেই আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছে ক্লাবটি। আর তাতেই ক্লাবটির প্রতি মুগ্ধতা প্রকাশ করেছে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

রোববার ডি আর ভি পিএনকে স্টেডিয়ামে ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করে ইন্টার মিয়ামি। যে অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন লিওনেল মেসি। তবে তাকে দেখতে ভক্ত-সমর্থকদের অপেক্ষা বাড়িয়েছে বাজে আবহাওয়া। ঝড়বৃষ্টি, বজ্রপাত হওয়ায় অনুষ্ঠান শুরু হয় দেরীতে।

আবহাওয়া পরিস্থিতি ঠিক হতেই কয়েক ঘণ্টা পর আতশবাজিতে শুরু হয় মেসিকে বরণ করে নেয়ার অনুষ্ঠান। যেখানে ছিলেন ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস ও সহস্বত্বাধিকারী ডেভিড বেকহ্যামসহ আরো অনেকেই। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সপরিবারে এসেছিলেন মেসি।

অভ্যর্থনা অনুষ্ঠানে সাতবারের ব্যালন ডি’অরজয়ী ফুবলার বলেন, ‘অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমাকে এভাবে স্বাগত জানানোয় মিয়ামির সবাইকে ধন্যবাদ। যেদিন থেকে এখানে এসেছি, সেদিন থেকে দারুণ ভালোবাসা পাচ্ছি। হোসে, হোর্হে এবং ডেভিডকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই এখানে সবকিছু নিজের করে নিতে পেরেছি।’

আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের ভাষ্য, ‘খুশি মনেই আমি এই শহরকে বেছে নিয়েছি। ভালো সময় ও দারুণ কিছু জিনিস উপভোগ নিঃসন্দেহে উপভোগ করতে যাচ্ছি। সত্যিই এখানে আমি অনুশীলন করতে চাই, এখানে জিততে চাই ও ক্লাবের উন্নয়নে কাজ করতে চাই। আশা করি, পুরো টুর্নামেন্টেই আমাদের পাশে থাকবেন। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি সতীর্থরা নিজেদের উজাড় করে দেবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]