বুধবার ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহজালালে সাড়ে ৩১ কেজি সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট

শাহজালালে সাড়ে ৩১ কেজি সোনা উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযানে ২৭ কেজি ৬০০ গ্রাম কাঁচা সোনার পেস্ট এবং তিন যাত্রীর কাছ থেকে আরও প্রায় চার কেজি সোনা উদ্ধার করা হয়েছে। রোববার ঢাকা কাস্টম হাউস ও অন্যান্য সংস্থার সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

আজ সোমবার ঢাকা কাস্টম হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রথম অভিযানে ইকে-৫৮৪ ফ্লাইটে অভিযান চালিয়ে ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রঙের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ পেস্টের ওজন প্রায় ২৭ কেজি ৬০০ গ্রাম। তরল বাষ্পীভূত হওয়ার পরে এর ওজন দাঁড়াবে আনুমানিক ২৫ কেজি। এর বাজারদর হবে প্রায় ২৫ কোটি টাকা।

আরেক অভিযানে রোববার বিকেল ৬টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৬ ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ৩ কেজি ৩০০ গ্রাম সোনার পেস্ট, ৩৪৮ গ্রাম ওজনের তিনটি সোনার বার এবং তিনশ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করেন কাস্টম হাউজের কর্মকর্তারা। ওই তিন যাত্রী হলেন- বাগেরহাটের মশিউর রহমান রুবেল, মুন্সীগঞ্জের জাহাঙ্গীর আলম ও নারায়ণগঞ্জের আকবর হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ওই তিন যাত্রীকে আটকের পর এক্সরে করে তাদের ‘রেক্টামে’ বল আকৃতির ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরে তাদের তিনজনের কাছ থেকে তিন কেজি ৩০০ গ্রাম সোনার পেস্ট এবং সোনার বার ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। তাদের বিরুদ্ধে বিমান বন্দর থানায় মামলা করার কথা জানিয়েছে ঢাকা কাস্টম হাউজ।

/এইচকে/

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৪ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]