মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সুষ্ঠু নির্বাচনে গণমাধ্যম ভূমিকা রাখবে’

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট

‘সুষ্ঠু নির্বাচনে গণমাধ্যম ভূমিকা রাখবে’

সফরের ১০ম দিন সকালে সংবাদপত্রের কয়েকজন সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

গুলশানের ইইউ দূতাবাসে সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে ঘণ্টাখানেক চলে আলোচনা।

এতে অংশ নেন ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, দি বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ বিজনেস এবং প্রথম আলোর ইংরেজি সম্পাদক আয়েশা সিদ্দিক।

আলোচনা শেষে তারা জানান, গণমাধ্যমকর্মীদের মধ্যে বিভেদ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সবার উদ্বেগ আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যম ভূমিকা রাখবে বলে ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে।

পাশাপাশি বাংলাদেশে আসার জন্য ইইউ প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে নিউ এজ সম্পাদক জানান, নির্বাচন ঠিক করতে ইইউকে এখনো আসতে হচ্ছে যা দুঃখজনক। তাদের প্রতিবেদনে যেন বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হয় সে বিষয়ে খেয়াল রাখার আহবান জানানো হয়।

ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যমকর্মীদের মধ্যে বিভেদ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সবারই উদ্বেগ আছে বলে ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যম ভূমিকা রাখবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]