রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গারা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট

রোহিঙ্গারা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে

খুন, অপহরণ, মাদক পাচার মামলায় গ্রেফতার এড়াতে আতঙ্কিত রোহিঙ্গা সন্ত্রাসীরা পাহাড় সমতল, লোকালয়, জেলা শহরসহ সারাদেশে ছড়িয়ে পড়ছে।

কক্সবাজারের উখিয়ার পালংখালীর ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী জানান, রোহিঙ্গারা দিনদিন আরো বেপরোয়া হয়ে উঠছে। খুন, অপহরণ মাদকদ্রব্য পাচারে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। স্থানীয় যুবকরা রোহিঙ্গাদের কারণে অপরাধের দিকে ঝুঁকে বিপদগামী হয়ে উঠছে। এমনকি শিক্ষার্থীরাও রোহিঙ্গাদের ছোঁয়ায় অপরাধ থেকে বাদ পড়ছে না।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, উখিয়ার স্থানীয় বাসিন্দা প্রায় আড়াই লাখ। এর মধ্যে রোহিঙ্গা প্রায় ১০ লাখ। এই ১৫ লাখ মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে র‍্যাব, পুলিশ ও এপিবিএনকে। ফলে অপরাধের মাত্রাও আশঙ্কাজনক।

টেকনাফ থানার ওসি আবদুল হালিম জানান, পুলিশ এপিবিএন, বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান চলছে উখিয়া, টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে। গত এক মাসে বেশ কটি অপহরণের ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা অব্যাহত রয়েছে।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনর রশিদ জানান, অনেক ক্যাম্প পাহাড়ের দুর্গম এলাকায়। কে কখন কোন দিক দিয়ে আঘাত করে তা বুঝে উঠা কষ্টসাধ্য। তারপরও আরসা, আরএসও শনাক্ত করে চলছে যৌথ অভিযান। এতে সফলতাও এসেছে। এক সপ্তাহে ১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]