মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড়ে শান্তি খুঁজতে গেলেন মধুমিতা, পেলেন অন্যকিছু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ জুলাই ২০২৩ | প্রিন্ট

পাহাড়ে শান্তি খুঁজতে গেলেন মধুমিতা, পেলেন অন্যকিছু

মুক্তির অপেক্ষায় চিনি-২। এতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। বড় পর্দায় কাজের পাশাপাশি ফটোশুটেও নিত্য নতুন চমক দেন এই অভিনেত্রী। পাহাড়ে ঘুরতে গিয়ে প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছেন মধুমিতা। কুয়াশাচ্ছন্ন পাহাড়ে সবুজে ঘেরা মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে হেঁটে চলেছেন তিনি। চোখ বুঝে প্রকৃতির কোলে ধ্যানমগ্ন অবস্থায় মধুরিমার স্নিগ্ধতায় মুগ্ধ ভক্তরা। একটাই বিষয় বোঝাতে চেয়েছেন, আগে নিজেকে খোঁজো তারপর শান্তির খোঁজ কর।

রিল ভিডিও শেয়ার করে ক্যাপশনে মধুমিতা লেখেন, আমি তো শুধু ধ্যান করছিলাম। আর সেই সময় শটটি এত সুন্দরভাবে ক্যামেরায় ধরা পড়েছে। আমি বিশ্বাস করি না যে ধ্যান করার জন্য কোনো নির্দিষ্ট ভঙ্গি থাকতে হবে। এটি কেবল আপনার আত্মার সঙ্গে সংযুক্ত যা আপনাকে খুঁজে পেতে হবে। রক কনসার্টের মাঝেও কিন্তু ধ্যান করা সম্ভব। আগে নিজেকে খুঁজতে হবে। তারপর শান্তি খুঁজতে হবে।

মঝধুমিতা তার এই লেটেস্ট ভিডিওতে এটা অবশ্য জানাননি কোথায় ঘুরতে গিয়েছেন। তবে অভিনেত্রীর এক অনুরাগী তো মনের কথা জানিয়ে দিলেন। কমেন্ট বক্সে লিখলেন, আচ্ছা পাখি তুমি এতো সুন্দরী কেন? তুমি কি জানো আমার ঘুম কেড়ে নিয়েছ পাখি। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি পাখি। তুমি জানো আমি সব সময় শুধু তোমার কথাই ভাবি। আমি তোমাকে ছাড়া আর কিছু চিন্তা করতে পারিনা।

ভক্তদের মধ্যে একজন তার বলিউড জার্নির জন্যও শুভেচ্ছা জানিয়েছেন। মধুমিতার ভিডিওতে অনুরাগীদের মধ্যে অনেকেই যশের বিপরীতে বড় পর্দায় নায়িকা হিসাবে দেখার ইচ্ছেপ্রকাশ করেছেন।

উল্লেখ্য, পরিচালক ইন্দ্রনীল রায় কিছুদিন আগে তার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন। এরপরই যশমিতা জুটিকে দেখার অপেক্ষায় ভক্তরা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় যশ-মধুমিতা জুটির সেই ছবি। সকলের মনেই একটা প্রশ্ন জেগেছে, তাহলে কি আরও একবার একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে যশ-মধুমিতাকে? যশরতের নতুন প্রযোজনা সংস্থার পরবর্তী ছবির নায়িকা হচ্ছেন মধুমিতা? আসলে টেলিভিশনের পর্দায় অরণ্য সিং রায় আর পাখির সেই কমেস্ট্রি আজও সকলের স্মৃতিতে একেবারে তরতাজা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]