মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ জুলাই ২০২৩ | প্রিন্ট

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তারা আজ গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

শনিবার বন্দর সমরক্ষেত্রে নির্মিত নারায়ণগঞ্জ স্মৃতিসৌধ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন পাকিস্তানই ভালো ছিল। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তারা আজ গভীর ষড়যন্ত্রে লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অপশক্তির মোকাবিলা করতে হবে।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের কবর একই রকম বানানো হবে। যাতে আগামী প্রজন্ম মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে পারে। আগামী এক মাসের মধ্যে সারাদেশে বীরের কণ্ঠে বীরত্ব গাঁথা অনুষ্ঠান শুরু হবে, যাতে তা রোজ কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে। সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করছে।

তিনি বলেন, স্বাধীনতার গৌরবময় ইতিহাস কালিমাযুক্ত করতে দেশি বিদেশি চক্রান্ত চলছে। আমরা ঐক্যবদ্ধভাবে চক্রান্ত নস্যাৎ করে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনব।

জেলা প্রশাসক (ডিসি) মনজুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]