সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে অপহরণের অভিযোগে ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ জুলাই ২০২৩ | প্রিন্ট

টেকনাফে অপহরণের অভিযোগে ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহরণের অভিযোগে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় অপহৃত এক এনজিওর কর্মীসহ দুজনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ। এর আগে, শুক্রবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের অপহরণ করা হয়।

আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা হলেন- টেকনাফের নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা মো. সেলিম ওরফে সেলিম ও একই ক্যাম্পের মো. জসিম উদ্দিন।

উদ্ধারকৃতরা হলেন- নয়াপাড়া গ্রামের বাসিন্দা এনজিওর কর্মী মো. হাছান ও মো. সাইফুল ইসলাম।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ৯৯৯-এ থেকে ফোন পেয়ে স্থানীয়দের সহায়তায় নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন ছনখোলা নামক পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় অপহৃত দুজনকে উদ্ধার করা হয়। আস্তানা থেকে পালানোর চেষ্টাকালে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ আস্তানা থেকে কার্তুজের খোসা, লোহার শিকল, হেসকো ব্লেড, হাতুড়ি, প্লাস, রেত, স্ক্রু ড্রাইভার, টর্চ লাইট, স্প্রে ক্যান, ইলাস্টিক, সীসার তৈরি জালের গুলতি (গুটি) এবং কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]