সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানহানির মামলায় জাভেদের বিরুদ্ধে সমন জারি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ জুলাই ২০২৩ | প্রিন্ট

মানহানির মামলায় জাভেদের বিরুদ্ধে সমন জারি

বলিউড অভিনেতা হৃতিক রোশন ও কঙ্গনার মধ্যে বৈরি সম্পর্কের কথা কারো অজানা নয়। এ নিয়ে তারা খবরের শিরোনাম হয়েছেন অসংখ্যবার। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে জনসমক্ষে হৃতিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করতেও পিছপা হননি কঙ্গনা।

এখানেই শেষ না। হৃতিক রোশন ও কঙ্গনার মন কষাকষির প্রভাব পড়েছে তাদের আশপাশে যারা ছিলেন তাদেরও। ২০১৬ সালে এ বিষয়ে কথা বলার জন্য কঙ্গনাকে বাড়িতে ডাকেন জাভেদ।
পরবর্তী সময়ে ২০২০ সালে জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানির মামলা করেন কঙ্গনা। কঙ্গনার অভিযোগ, বাড়িতে ডেকে নাকি তাকে হুমকি দিয়েছিলেন জাভেদ। বছর তিনেক আগের সেই মানহানি মামলার শুনানি এখনও চলছে আদালতে। বর্ষীয়ান গীতিকারকে আবারও সমন পাঠালেন মুম্বাইয়ের আদালত।

জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ও ৫০৯ ধারায় জাভেদ আখতারের বিরুদ্ধে মামলা করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা। সেই মামলায়ই ফের হাজিরার নির্দেশ গীতিকারকে। আগামী ৫ আগস্ট আন্ধেরি কোর্টে হাজিরা দিতে হবে তাকে।

আরও পড়ুন:পাকিস্তানি তারকা জুটি সেজাল-আহাদের বিচ্ছেদের কারণ কী রামসা?
চিকিৎসক রমেশ আগরওয়ালকে জাভেদের আইনজীবী জয় ভরদ্বাজ প্রশ্ন করেন, তিনি ওই বৈঠকে জাভেদের মুখ থেকে কোনো আপত্তিকর কথা শুনেছিলেন কি না। রমেশ জানান, ২০-৩০ মিনিটের ওই বৈঠক শেষে জাভেদ কঙ্গনাকে বলেন, তিনি যেন ক্ষমা চেয়ে নেন। ওই বৈঠকে জাভেদ কোনো মানহানিকর মন্তব্য করেছিলেন কি না, এই প্রশ্নে সরাসরি ‘না’ বলেন রমেশ।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

Facebook Comments Box
advertisement

Posted ৬:০২ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]